Home » Blog » Ayurveda » Pansit-Pansitan an unknown herb

Pansit-Pansitan an unknown herb

Pansit Pansitan herb

Pansit-Pansitan লুচি শাকের ইংরেজি নাম। স্থানীয়ভাবে একে আমরা লুচি শাক বলি।  ভীষণ নরম একপ্রকারের শাক। স্যাঁতসেঁতে জায়গায় এবং কম রৌদ্রে ভাল হয়। সাধারণত ১৫-৪৫ সেন্টিমিটার উচ্চতার হয়। পাতাগুলো গাঢ় সবুজ রঙের হয় এবং রসালো কাণ্ড। পাতাগুলো রসালো হৃদয় আকৃতির।
উপকারিতা:
১. এই শাক সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, স্বরভঙ্গ, উদরাময় নিরাময় করতে ব্যবহৃত হয়। 
২. কিডনির সমস্যা এবং প্রস্টেট সমস্যা ও উচ্চ রক্তচাপ কমাতেও ব্যবহার করা হয়।
৩. প্রদাহনাশক, বেদনানাশক, সংক্রামকরোধী এবং ত্বকের ক্যানসার নিরাময় করতে এর ব্যবহার হয়। 
৪. পাতার ক্বাথ গেঁটেবাত এবং সাধারণ  বাতের জন্য ব্যবহার করা হয়।
৫. পাতার রস মূত্রনালির সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। 
৬. মুখের ত্বকের সমস্যার জন্য রস দিয়ে মুখ নিয়মিত ধুলে উপকার পাওয়া যায়।
৭. হালকা গরম জলে এই গাছ দুই ঘন্টা সম্পূর্ণভাবে চুবিয়ে রেখে সেই জল নরম কাপড়ে নিয়ে ব্রণ যুক্ত স্থানে লাগালে ব্রণ সমস্যা দূর হয়।
৮. কাণ্ড এবং পাতার তাজা রস চোখের প্রদাহ সারাতে ব্যবহার করা হয়।
৯. ফোঁড়া এবং পাচড়া উপশমে ব্যবহার হয়। 
১০. মানসিক উত্তেজনা কমাতে ব্যবহৃত হয়।
১১. খিঁচুনি এবং টিউমারের জন্য ব্যবহৃত হয়।
১২. এর কান্ড এবং পাতা পুরুষত্বহীনতা রোধে ব্যবহৃত  হয়।

Add new comment

CAPTCHA

This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.